আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি
:

‘সবুজ করি প্রকৃতি ’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কাউটের আয়োজনে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন করা হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট ) দুপুরে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৭ হাজার গাছের চারা বৃক্ষরোপন কার্যক্রম এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

এরই অংশ হিসাবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তরসহ মোট ৭ টি স্থানে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সভাপতি নির্বাহী অফিসার (ইউএনও) সাহরিয়ার রহমান, সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, উপজেলা স্কাউটের সম্পাদক নূরুল হুদা মনিব, শিক্ষক সমিতির সম্পাদক মোশারফ হোসেন , স্কাউটের শিক্ষক মমতাজ উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী, স্কউটসের সদস্য প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মাহাবুবুর রহমান
বলেন, বছরে আমরা যে পরিমান গাছ রোপন করি তা যদি সঠিকভাবে রক্ষনাবেক্ষন করি তাহলেই আমাদের গাছ রোপন স্বার্থক হবে।

তিনি উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, আমরা সরকারী চাকরী করি এজন্য একসময় আমাদের এ কর্মস্থল ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে তাই আপনাদের চলাফেরার পথে এ বৃক্ষের প্রতি যত্নবান হতে হবে কেননা বৃক্ষ টিকে থাকলে মানুষ ছায়া পাবে এবং প্রকৃতির সৌন্দয্য বৃদ্ধি পাবে।

উল্লেখ্য এ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্কাউটস শাখার উদ্যোগে উপজেলার মোট ১৫৭ টি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৮ টি মাদ্রাসায় স্কাউটস এর নিজ অর্থায়নে মোট ১৭ হজার বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *