আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ নিলাম ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে কোন ধরনের নিলাম আহবান ছাড়াই বিদ্যালয় বন্ধের দিন রোববার এ গাছগুলো কেটে বিক্রি দিয়েছেন প্রধান শিক্ষিকা রহিমা খাতুন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের কাজ চলছে। তার পাশেই কয়েকজন শ্রমিক গাছুগলো কেটে ভাগ ভাগ করে রাখছেন। ওই শ্রমিকদের মধ্যে একজন এরশাদ আলী তাকে জিজ্ঞেস করতেই তিনি বলে উঠেন ১টি কাঠাঁল, ২টি মেহগণি ও ১টি পাকড় গাছ কাটা হয়েছে।

এ গাছগুলো প্রধান শিক্ষিকা ২ হাজার পাঁচশত টাকায় বিক্রি করে দিয়েছেন। এরশাদ আলী জানান, তিনিই এ গাছগুলো কিনে নিয়েছেন।

এ প্রসঙ্গে বক্তব্য নিতে প্রধান শিক্ষিকা রহিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তাতে সাড়া দেননি।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন বলেন, পূর্ব অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। ওই বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে তা জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, নিলাম ছাড়া গাছ কাটা যাবে না। বিষয়টি দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *