আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরবেলা।
নিহত শিশু স্কুলছাত্র আল আমিন রাণীশংকৈল পৌর এলাকার মহলবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যান। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে ও কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল—আমিন (১২)
জানা যায়,বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রের মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।