আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক ৪’টি সড়ক দূর্ঘটনায় থ্রি-হুইলারের মুখোমুখি, মহেন্দ্র ট্রাকের ধাক্কায়, মোটরসাইকেল- থ্রি-হুইলারের, অপরটি মোটরসাইকেল ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম জাহিদ ইকবাল ও বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (২৮ এপ্রিল ) সন্ধ্যায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন (জাতরু) ( ৮৪) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন রাত সাড়ে ৮ টায় সে মারা যায়। সালমুউদ্দিনের বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।

উপজেলার বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২২) মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বলিদ্বারা নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপরদিকে উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৭) বুধবার রাত সাড়ে ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে সেও মারা যায়।

এছাড়াও এদিন রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের আব্দুস সালামের ৬ বছরের মেয়ে শাম্মী আক্তার রাস্তা পাড়া পাড়ের সময় মহেন্দ্র ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান
আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *