আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করণ, ধর্মীয় উৎসবে যথাযথ ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরিবেশকে অক্ষুন্ন রাখতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, রাণীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি ইয়াছিন আলী,
৩০১ সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম , জেলা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, রাণীশংকৈল রাণীশংকৈল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর আ,লীগের সভাপতি জাহাঙ্গীর আলম
রাণীশংকৈল পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব, সাধারন সম্পাদক সাধন বসাক, রাণীশংকৈল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যের সভাপতি প্রান গোবিন্দ বাচ্চু,
ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক তপন ঘোষ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির লোকজন, ইমাম, মুয়াজ্জিন ও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী অত্র ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহাবুবুর রহমান জানান, দুর্গাপূজায় গুজব ছড়িয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে একটি মহল। গুজবে কান দেবেন না। প্রশাসন সব সময় আপনাদের পাশে ছিল এবং থাকবে।পুলিশ ও আনসার সদস্যরা ২৪ ঘণ্টা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।’ রাণীশংকৈল উপজেলায় ৫৬ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হবে। পূজার সময় ডিজে পার্টি চলবে না, একই দিনে সকল মূর্তি বিসর্জন দিতে হবে, নিরাপত্তা জন্য স্বেচ্ছাসেবক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে ।
এছাড়া অন্যান্য বক্তারা নানা ধরণের পরামর্শমূলক ও সমস্যা সমাধানের কথা জানান তারা।