আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
দেশের সার্বিক কার্যক্রম সহ উপজেলার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আজ সকালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৩এপ্রিল) সকালে নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আইনশৃঙ্খলা মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌরমেয়র আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, থানা প্রতিনিধি এস আই মমিনুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান ও উপজেলা মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, উপখাদ্য পরিদর্শক কর্মকর্তা নোবাব হোসেন প্রমুখ।
আইনশৃঙ্খলা মাসিক সভায় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
মাসিক আইনশৃঙ্খলা সভায় চলমান মাসের উপর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তারা তাদের বক্তব্যে নানা সমস্যার কথা তুলে ধরেন।