আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত কলেজের হলরুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহন করা হয়।

এতে মোট ৯৬ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে ৩ জন পুরুষ ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধিসহ ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন শিক্ষক শাহ আলম ৬৪ ভোট পেয়ে প্রথম ও কামাল হোসেন ৫৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে তৌহিদা পারভীন ৬২ ভোট
ভোট পেয়ে নির্বাচিত হন।

তৃতীয় অবস্থানে সফিকুল ইসলাম শিল্পি পেয়েছেন ৪১ ভোট।

নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, করনিক গোলাম রব্বানী ও মতলেবুর রহমান।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ
জাকির হোসেন।

ভোট গণণা শেষে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিগণ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্নক সহযোগিতা করা হবে। এছাড়া কলেজের সার্বিক উন্নয়নসহ শিক্ষক – কর্মচারীদের যেকোন ধরনের স্বার্থপরিপন্থী পরিস্থিতি মোকাবেলায় সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *