আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জয়ন্ত কুমার সাহা যোগদান করেছেন। এর আগে তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়।

সোমবার (১৩ মে) রাতে নতুন ওসি জয়ন্ত কুমার সাহাকে বরণের আয়োজন করে থানা স্টাফ। সবাই মিলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। এসময় থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নবাগত ওসি জয়ন্ত কুমার সাহা বলেন,
পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধ কর্মকান্ড দমনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *