আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সবজি (ফুলকপি)’র চাষ নিয়ে কৃষকদের সাথে নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (৩রা অক্টোবর) বিকাল চারটার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষীরহাট দক্ষিণপাড়া গ্রামের সবজির মাঠে দিবসটি পালিত হয়।

দিনাজপুর এ আর মালিক সিডের আয়োজনে এই মাঠ দিবস কর্মসূচি পালিত হয়েছে।

স্থানীয় কৃষক আবুল কাশেমের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাবের আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর পরিতোষ কুমার গোস্বামী, আর এন্ড ডি ম্যানেজার কৃষিবিদ ডক্টর আকিক বিন জাবের, কৃষি উপ-সহকারী কর্মকর্তা রউসুল আজম পলাশ প্রমূখ ।

এসময় স্থানীয় সবজির চাষে ব্যাপক সফলতার পেয়েছেন বলে জানান কৃষকেরা। তারা বলেন কিরণ জাতের হাইব্রিড ফুলকপি ৪৮ থেকে ৫০ দিনের মধ্যে হারভেস্টিং করার কারণে এই সবজি চাষের প্রতি চাষিরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং স্বল্প সময়ের মধ্যে বাজার করতে পারায় অনেক লাভবান হচ্ছেন বলে চাষীরা।

কিরণ হাইব্রিড জাতের ফুলকপি এই অঞ্চলের মানুষ চাষ করে লাভবান হচ্ছে এবং অন্যান্য বীজের তুলনায় টেকসই হওয়ায় চাষিরা কিরণ জাতের হাইব্রিড ফুলকপি চাষে আগ্রহ বাড়াচ্ছে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *