মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর রবিবার উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ দেবই এলাকায় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, সহ সভাপতি আব্দুল হান্নান ভুঁইয়া, তোফাজ্জল হোসেন, মোঃ নাজির ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম বাদশা, রূপগঞ্জ উপজেলা শ্রমিক পার্টির সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা আকন্দ, রূপগঞ্জ উপজেলা যুগ সংগতির আহবায়ক আজগর হোসেন, কাঞ্চন পৌর জাতীয় পার্টি সভাপতি আলী হোসেন খান, তারাবো পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ওলামা পার্টি সভাপতি মাওলানা আবুল আনছার মোঃ আম্বর আলী সরকার ওলিপুরি প্রমুখ।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বরণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *