মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-০১( রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া ও লাঙ্গল প্রতিকে সাইফুল ইসলাম
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে মঙ্গলবার বেলা ১১ টারদিকে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসেরর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোয়নপত্র ফরম সংগ্রহ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া।
এছাড়া বেলা ১২টারদিকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্ত্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
এর আগে এই আসনে নৌকা প্রতিকে প্রার্থী বর্তমাব পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপি’র মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার, জাকের পার্টির জোবায়ের আলমসহ এ আসনে আজকে পর্যন্ত মোট ৮ জন প্রার্থী তাদের তারা তাদের মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জ-১ আসনেে সহকারী রিটানিং কর্মকর্তা ফয়সাল হক। প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে এ ফরম সংগ্রহ করেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া বলেন, দল থেকে মনোনয়নপত্র না দিলেও আওয়ামীলীগে সভানেত্রী শেখ হাসিনা দলীয়ভাবে বলেছেন দলীয় মনোনয়ন না পেলেও যার যার এলাকায় জনপ্রিয় থাকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই। সে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা। এজন্য তিনি এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র ফরম সংগ্রহ করেছেন। তিনি আসন্ন নির্বাচনে নিজেকে শক্ত প্রতিদ্বন্ধী হিসেবে দাবি করেন।
এসময় জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম বলেন, বর্তমানে রূপগঞ্জে যুব সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে। শিক্ষাখাতে অনেকটা পিছিয়ে। রাস্তাঘাটের হয়নি তেমন উন্নয়ন। নির্বাচন সুষ্ঠু ও মানুষের ভোটাধিকারে স্বাধীনতা থাকলে তিনি জয়লাভ করবেন বলে আশ্বাবাদী।