রূপগঞ্জ প্রতিনিধি
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ করেছে। সোমবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা, বাড়িয়াছনি এলাকায় এই গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে অন্য কোন সরকার ক্ষমতায় থাকলে তা আগামী একশো বছরে সম্ভব হতো না। শেখ হাসিনার দক্ষতায় গ্রাম এখন শহরে রুপান্তরিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীদিনে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউপি সদস্য রিটন প্রধান, ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, জাকির হোসেন প্রমুখ।