রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ। উপজেলার রূপসী এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মুন্না খাঁন, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, রূপসী বাগবাড়ি মসজিদের সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া প্রমুখ। পরে শহীদ বকুলের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।