আওয়ামীলীগকে কঠোর হুশিয়ারি করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমার আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ রাখলাম রেষারেষি করবেন না।
অন্তত আমাদের এই সদর বন্দর নারায়ণগঞ্জে কোনো রকম রেষারেষি করবেন না। আমি যতক্ষণ আছি আমার সাথে যারা আছে তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমাদের সাথে রেষারেষি করার চেষ্টা করবেন না।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
বন্দরের নবীগঞ্জ এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্য সেলিম ওসমান বলেন, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আমার জাতীয় পার্টির একটি সদস্যও কোনো দলে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের প্রতিটি সদস্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের নারায়ণগঞ্জ এগিয়ে নিয়ে যাবে।আমি অনুরোধ করলাম স্থানীয় আওয়ামী লীগ যারা করেন আমাদের সাথে রেষারেষি কইরেন না। আমাকে নির্বাচন করতে হবে এমন কোনো কথা নাই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় নির্বাচন ছাড়াও আমি আমার অন্য ভাইয়দের সাথে থাকবো। কিন্তু বন্দরের মানুষের আমার এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্থিক সংকটে না থাকলেও আমার মেধা বুদ্ধি যা আছে তা দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সভাপতি সানাউল্লাহ সানু,নারনয়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী দেলোয়ার হোসেন প্রধান,জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন,নারায়ণগঞ্জ মহানগর যুবসংহতি আহ্বায়ক রিপন ভাওয়াল, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকামাল হোসেন,বন্দর উপজেলা মহিলা ভাইষ চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু ,সহ বিভিন্ন ইউনিয়ন মেম্বার মহিরা মেম্বার ও সকল ওয়ার্ডের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।