মোঃ শাকিল আহমেদ , গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলার আদরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে সামাজিক দুরন্ত বজায় না রাখায় অমান্য করায় বিভিন্ন যানবাহনে বিরুদ্ধে জরিমানা এবং মামলা দেয়া হয়।করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের ঘোষিত লকডাউন চলাকালে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে গাজীপুর ট্রাফিক শাখার সার্জেন্ট মঘবুল হোসেনের তত্বাবধানে উপজেলার মৌচাক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সার্জেন্ট মঘবুল হোসেন বলেন মুভমেন্ড পাশ না থাকায় ও কাগজ পএের জটিলতা থাকার কারনে জরিমানা ও মামলা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন টি আই খায়রুল হাসান সরকার,টি আই আনোয়ার হোসেন, মৌচাক ফাড়িঁ পুলিশের এসআই রফিকুল ইসলাম ও এএসআই তোফায়েল আহমেদ সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তা গন।
সময় আইল অমান্য কারী বিভিন্ন যানবাহনের
