স্টাফ রিপোর্টার ; মোঃ ইকবাল মোরশেদ।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজিরপাড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধ করে একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় গত ২৯ মার্চ একই ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মৃত শহিদ উল্লার ছেলে মেহেদী হাসান পলাশকে মোবাইলে করে ডেকে নিয়ে যায় গাজিরপাড় গ্রামের মুন্সিবাড়ির মৃত গোলাম মুস্তফার ছেলে বিল্লাল হোসেন ও তার ভাই আবদুল আজিজ পাবেল,

মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ডাঃ আলী মুরতুজা ও তার ছেলে সোহেল রানা পরিকল্পিতভাবে দা-চাপাতি দিয়ে কুপিড়ে হত্যার উদ্দেশ্যে ডেকে এনে আক্রামণ করে।

আক্রমনে পলাশ আহত অবস্থায় তাদের বাড়ির সামনের রাস্তায় পড়ে থাকে,স্থানীয় লোকজন আহত মেহেদী হাসান পলাশকে উদ্বার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
৩০মার্চ ভিকটিম নিজে বাদী হয়ে লাকসাম থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবদুল বাসেক বলেন ঘটনাটি আমি শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *