স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ।

লাকসাম পৌরসভা ২ নং ওয়ার্ড ডুরিয়াবিষ্ণপুর গ্রামের ডুরিয়া দিঘীতে একদল দিনমুজুর মাটি কাটা শেষ করে চলে যায় পরে বিকালে সন্ধ্যায় ঠিক আগ মুহুর্তে এলাকার শিশু কিশোরেরা খেলা করতে ওই দিঘীর মাঝে আসলে প্রায় ৮ বছরের একটি শিশু এই গ্রেনেডটি দেখে প্রথমে খেলা করা শুরু করে।

তারপর অন্যান্য শিশুরা তা দেখতে পেয়ে মুরুব্বীদের জানালে তৎক্ষণাৎ ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি অবগত করলে সাথে সাথেই লাকসাম থানা পুলিশের এসআই নাসের ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।

পুলিশ আসার আগেই এক ব্যাক্তি দিঘী থেকে প্রায় ১০০ ফুট উত্তরে আবুল কাশেম ডিলারের বাড়ির পাশে মনিরের দোকানের সামনে হাতে করেই নিয়ে আসে।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া এবং লাকসাম সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মুহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রেনেড বোমাটি জব্দ করে থানায় নিয়ে যান।

এব্যাপারে লাকসাম সার্কেল সিনিয়র এএসপি মুহিতুল ইসলাম জানান, যতটুকু ধারণা করা হচ্ছে, বোমাটি হয়ত মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহারিত হয়েছিলো

। প্রায় ৫০ বছর পর গ্রেনেড টি আজ উদ্ধার হয়েছে তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনাই। আমরা গ্রেনেডটি থানায় এনেছি এবং পরিক্ষা নিরীক্ষা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *