স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ।
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লাকসাম প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকের কলম হউক অন্যায়ের বিরুদ্ধে চপেটাঘাত এই স্লোগান কে সামনে রেখে ২১মে শুক্রবার লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাবেক অত্র প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের ভাপতিত্বে ও বর্তমান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড.রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায়,

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লাকসাম প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি মোঃমজিবুর রহমান দুলাল, সাপ্তাহিক লাকসাম বার্তা নির্বাহী সম্পাদক মোঃ কামাল হোসেন, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি মোঃমিজানু রশিদ, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর উদ্দিন জালাল আজাদ,

দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি এম.এ.মান্নান, সাপ্তাহিক নকশি বার্তা নির্বাহী সম্পাদক মোঃ মোজ্জামেল হক আলম, সাপ্তাহিক সময়ের দর্পন পত্রিকার সিনিয়র প্রতিবেদক শাহ-মোহাম্মদ নুরুল আলম,
দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কালাম, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দন সাহা,

দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি মাকসুদুর রহমান প্রমুখ, প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকরা।
এ সময় বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যাহা হয়েছিলো, তা গণমাধ্যমের জন্য অশনি সংকেত।
দূর্নীতিবাজরা নিজের উপর পরিকল্পিত এসব ঘটনা করছেন। এখন তারা গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায়।
রোজিনা ইসলামের উপর নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে আনা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *