মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা এলাকায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষ করে বাড়ি পেরার পথে প্রতিপক্ষের হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হয় এসময় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দীন ড্রাইবার।
আহতের নাম মুুহাম্মদ নাজিম উদ্দিন (৪৩) প্রকাশ নাজিম ড্রাইভার সে একই এলাকার মোহাম্মদ নুর আহমদের পুত্র বলে জানা গেছে
৩মে সকাল ৯,৩০ মিনিটে একই এলাকার মসজিদ থেকে ঈদের নামাজ পড়ে বের হলে হঠাৎ অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষরা এতে তিনি গুরুতর আহত হয় এসময় এলাকার স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত দেন।
জানা গেছে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান ভুক্তভোগী মোহাম্নদ নাজিম উদ্দীন ড্রাইবার।
এই বিষয়ে বাদী হয়ে গত ০৩/০৫/২০২২ইং লোহাগাড়া থানায় প্রতিপক্ষের কয়েক জনকে আসামী করে প্রাথমিক তথ্য বিবরণী অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ নাজিম উদ্দীন ড্রাইবার।
এ সময় জানা যায় পূর্ব পরিকল্পিত ভাবে হঠাৎ অতর্কিত অবস্থায় দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর এলোপাতাড়ি হামলা করা হয় আমি বাধা দিলে তখন আমার হাতে থাকা ব্যবহারের একটি মুঠোফোন হাতিয়ে নেয়।
এসময় খবর পেয়ে আমার স্ত্রী খালেদা বেগম ( ৩৫) আমার ছেলে মোহাম্মদ তাহাসিন (১৮)ঘটনাস্থলে পোঁছে আমাকে উদ্ধার করার চেষ্টা করলে তাদের উপর অমানবিক নির্যাতন করে পরে আমার ছেলের হাতে তাকা মিনিমাম ১৫০০০/টাকা দামের একটি মোবাইল ফোন হাতিয়ে নেয় পরে হামলা কারিরা বলেন এই ঘঠনার বিষয়ে কাওকে কিছু বল্লে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
প্রাথমিক তথ্য বিবরণীতে যাদের আসামি করা হয়েছে ১/ খানে আলম(৬০)পিতা মৃত মোহাম্মদ খুলু মিয়া,২/মোহাম্মদ সোহান (২৫) পিতা খানে আলম,৩/শিশির (২৫)পিতা ঐ,৪/শিপন (২২) পিতা ঐ,৫/মোহাম্মদ শাহজাহান পিতা মৃত খুলু মিয়া।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে জায়গা জমির পুর্ব শত্রুতার জের ধরে অনেক আগে থেকে আরো কয়েকবার হত্যা করার চেষ্টা করেছিল প্রতিপক্ষ
পরে ঈদের নামাজ শেষ করে বাড়িতে পিরে যাওয়ার সময় মোহাম্মদ নাজিম ড্রাইভের উপর অতর্কিতভাবে হামলা করা হয় পরে এলাকাবাসীরা আহতদেরকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।