মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরান থানার রোড়স্থ সিকদার পাড়ায় কৃষক মোহাম্মদ আবুল কাশেম (৭০)এর বাড়িতেকে রাত মিনিমাম ৩ঘটিকার সময় ৭/৮জন ডাকাত দল একটি পিক-আপ সহকারে হানা দেয়,ঘটনার সময় আবুল কাশেম টের পেয়ে বাঁধা দিলে ডাকাতরা এলোপাতাড়ি মারধর করে এবং চাকু দিয়ে মাথার পিছনে আঘাত করে গুরুতর রক্ত হরন হয়েছে বলে জানা গেছে।

এসময় তার বড় ছেলে দুবাই প্রবাসী মোঃ,সাদাত(৩৫)এগিয়ে আসলে ডাকাতরা তাকেও মাথায় চাকু দিয়ে আঘাত করে এবং ২পায়ে গুলি করে,রক্তাক্ত করে দেয় পরে এলাকাবাসী খবর পেয়ে লোহাগড়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়।
পরে। উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছালে শেষে ডাকাতদের রেখে যাওয়া কিছু অস্ত্রের অংশ উদ্ধার করেন।তবে গরু চুরি করতে ব্যর্থ হয়েছেন ডাকাতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *