মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২১ যথাযথভাবে পালিত হয়েছে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

২৫ এপ্রিল রোববার দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার নাথ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ। শের আলী, উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মুহাম্মদ শহীদুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার সহ হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক ও স্টাফগণ।

আলোচনা সভা শেষে অপুষ্টির শিকার মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করেন ইউএনও মোঃ আহসান হাবীব জিতু ও উপজেলা স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *