মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
বাংলাদেশ তরঙ্গ সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার উদ্যাগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান সহ অসহায় ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সাতকানিয়া উপজেলার কেরানিরহাটস্থ তরঙ্গ সংগঠন চট্রগ্রাম জেলার সার্বিক তত্বাবাধায়নে সাতকানিয়া উপজেলা শাখার উদ্যাগে খাবার বিতরণ সম্পুর্ন করা হইছে।
এ সময় উপস্থিত ছিলেন তরঙ্গ সংগঠন চট্টগ্রাম জেলার সভাপতি সারজিল মাহমুদ আহাদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন তরঙ্গ সংগঠন চট্টগ্রাম জেলার প্রচার সম্পাদক অনিকা জাহান. দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল মিজান.নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিফা আক্তার সদস্য. ফারহানা আরমিন লোহাগাড়া উপজেলার সহ সভাপতি তৌহিদুল ইসলাম আফরান. সাধারণ সম্পাদক উম্মে সামিরা. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক. শেখ মিনহাজ. সাংগঠনিক সম্পাদক ফরহান উদ্দীন. সহ সাংগঠনিক সম্পাদক আরফাত সোবহান.প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম তানভীর. সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শওকত. উপ দপ্তর সম্পাদক আব্দুল আজাদ রিমন. সদস্য গোলাম মোস্তফা রায়হান. সদস্য মিফতাহুল জান্নাত নিশু. সদস্য মোহাম্মাদ মিনহাজ. সাতকানিয়া উপজেলা থেকে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার আহ্বায়ক রবিউল হোসেন কাফি. যুগ্ম আহ্বায়ক হাসান তারেক.যুগ্ম আহ্বায়ক ইমরান বিন নাসের. সদস্য সচিব তাসলিমা সুলতানা. আহ্বায়ক কমিটির সদস্য এরফান উদ্দীন মানিক. রবিউল হাসান দিদার. উম্মে হাবিবা জেরিন .সুমাইয়্যা সুলতানা প্রমুখ।