মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জয়নব-কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লকের কাজ ঠেকালেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আনুমানিক ১৫ লক্ষ টাকা ব্যয়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে জয়নব-কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ওয়াশ ব্লকের কাজ চলছিল।উক্ত ওয়াশ ব্লকের ভিতরে বাথরুমও বেসিনগুলোতে নিম্নমানের টাইলস দ্বারা কাজ চলছিল এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মুবিন ও এলাকাবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলমান অবস্থায় টাইলস হেড মেস্ত্রীকে কাজ বন্ধ করতে বল্লে তার ঠিকাদারের কথামতো সে কাজ বন্ধ করে নাই পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীরা বিষয়টি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

৬ জুলাই (বুধবার) দুপুরে খবর পাওয়ার সাথে সাথে চলমান কাজ পরিদর্শন করতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

পরিদর্শন কালে ওয়াশ ব্লকের বিভিন্ন কক্ষগুলো দেখেন।নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ দেখতে পেলে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন। তিনি তাৎক্ষণিক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মুহাম্মদ কামরুল হুদাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন।

ইউএনও শরীফ উল্যাহ জানান, এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবহিত করলে আমি সাথে সাথে ওয়াশ ব্লক পরিদর্শন করি।নিম্মমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লকের কাজ দেখতে পেলে কাজ বন্ধ করতে বলি। আমি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি লিখে জানাবো। কোন ধরণের অনিয়ম ও নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ করা যাবেনা। আমরা উপজেলা প্রশাসন এসব কার্যক্রমের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিবো।

এসময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম ভুঁইয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মুবিন,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ জামাল হোসেনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *