মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ।এসময় চোরাইকৃত বিভিন্ন কোম্পানীর ১২১টি স্মার্ট মোবাইল ও প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃত লোহাগাড়া উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ার মুহাম্মদ নুরুল হকের পুত্র মুহাম্মদ ইদ্রিস(৩৪)
গতকাল ২৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান,এসআই নুরুন্নবী সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল জব্দ সহ তাকে আটক করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, কুমিল্লা থেকে প্রাইভেট কার করে ২জন ব্যক্তি ট্রাভেলিং ব্যাগে করে চোরাইকৃত মোবাইল ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে আমিরাবাদ স্টেশনে থানা পুলিশের একটি টিম চেক পোস্ট বসিয়ে প্রাইভেট কার থামিয়ে একজনকে আটক করে। অপরজন চুনতির কামরুল হাসান কৌশলে পালিয়ে যায়। এসময় বিভিন্ন কোম্পানীর ১২১ টি স্মাট ফোন জব্দ করা হয়।
এ ঘটনার সাথে পলাতক আসামী কামরুল কে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আটককৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ ২৭ জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।