মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যান যোগে সিগারেট পাচারকালে ২ পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ এসময় তাদের কাছ থেকে ১৬টি প্লাস্টিকের বস্তা ও সিগারেট পাচারকালে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হল যশোর কাশিমপুর নুরপুর এলাকার কোবাদ আলীর পুত্র আরব আলী(২৮) এবং ফেনীর পরশুনাম থানার নবাব বাজার এলাকার সিরাজ মিয়ার পুত্র আনিস হোসেন সাগর (১৯)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা ভূমি অফিসের সামনে কাভার্ডভ্যান( যাহার রেজিঃ নং ঢাকামেট্রো-অ-১৪-১৯৮২) গাড়িটি থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনায়নকৃত অবৈধ আমদানী নিষিদ্ধ ১৬টি প্লাস্টিকের বস্তার মধ্যে ২হাজার ৬৯ কাটুনে, ২০ হাজার ৬৯০ প্যাকেটে মোট ৪১ লক্ষ ১৩হাজার ৮০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়।

এসময় ২ জনকে আটক করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মুল্য ৪১ লক্ষ টাকা ৩৮হাজার টাকা হবে বলেও তিনি জানান। ওসি আরও জানান, অবৈধ ভাবো নিষিদ্ধ আমদানীকৃত সিগারেট বাংলাদেশে সুল্ক ফাঁকি দিয়ে কাভার্ডভ্যানে পাচার করছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে আটককৃতদেরকে আজ ২৯ জুলাই সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *