মোহাম্মদ এরশাদুল হক (চট্টগ্রাম)লোহাগাড়া প্রতিনিধিঃ
দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান সর্বাত্বক লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন উদ্যোগে লোহাগাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় দেড় হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারে ইফতার-সেহেরী বিতরণ কার্যক্রম চলছে।
তারই ধারাবাহিকতায় ১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার,লোহাগাড়া, চুনতি,আধুনগর,বড়হাতিয়া, পুটিবিলা,আমিরাবাদ, চরম্বা,কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকের কাছে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের পাঠানো ইফতার-সেহেরী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়েছে। তারা এলাকার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী গুলো পাঠিয়ে দেওয়া হবে।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহাজাদা তৈয়বুল হক বেদার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ন-আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, চট্রগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আলতাফ হোসেন,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠা সভাপতি এ কে এম পারভেজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।