ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের ইউনিয়ন ব্যাপি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শাঁখারীপোতা বাজার থেকে র্যালি শুরু করে
১২জুলাই মঙ্গলবার বিকাল ৪টার সময় শাখারী পোতা বাজার থেকে র্যালি মধ্যদিয়ে
বাহাদুরপুর,ধান্যখোলা,ঘিবা,রঘুনাথপুর,সরবানহুদা,মানিকা আলী,সাদিপুর,বেনাপোল রোড দিয়ে শার্শা আওয়ামীলীগের কার্যলয়ের সামনে থেকে ডুপপাড়া দিয়ে শাঁখারীপোতায় যেয়ে শেষ করেন। এতে অংশগ্রহণ করেন বাহাদুরপুর ইউনিয়নে প্রতিটা ওর্য়াডের জনসাধারণ। ৩৮৯ টি মটরসাইকেলে সহস্রাধিক লোক নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
শার্শা দলীয় অফিসে সামনে অভ্যর্থনা জানান শার্শা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ ইব্রাহীম খলিল ও যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন।
প্রধান অতিথি ৩নং ইউনিয়ন চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এ সময় চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা মুক্ত বাংলাদেশ ও উন্নয়নে কান্ডারী হিসাবে এ দেশের প্রতিটি মানুষের মাথার উপর ছায়া হয়ে আছেন। বস্কো ভাতা,বিধবাভাতা,প্রতিবন্দি ভাতা,মাতৃীকালিন ভাতা সহ ঈদের আগে ১০ কেজি করে চাউল বিতরণের জন সেবা দিয়ে আসছেন। তাই আসুন আমরা গনতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে তাকে ইউনিয়ন বাসি বিপুল ভোটে আবার নির্বাচিত করব।
উক্ত ঈদ সভায় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বকতিয়ার মেম্বর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মেম্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেম্বর শাহাজান আলী মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফারুখ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বর লিয়াকত আলী ভান্ডারী, আওয়ামীলীগ নেতা বাদশা মল্লিক, মোশারফ হোসেন, যুবলীগ নেতা আসাদুজ্জামান আশা ও বাহার আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আক্কাচ আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিশ্বাস , জুলহাস হোসেন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, ৮নং শাখারীপোতা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রকিব সরদার, সাধারণ সম্পাদক আমির হোসেন, যুবলীগের সভাপতি কামাল মোল্লা, সাধারণ সম্পাদক শামীমুর রহমান, ধান্যখোলা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আদম আলী, সাধারণ সম্পাদক হাসান আলী মেম্বর, যুবলীগের সভাপতি শফিয়ার রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুখ ভোটার, ডুবপাড়া-বুজতলা ও লটাদিঘা ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতা মুকুল হোসেন, নাজির হোসেন, মিন্টু, জমাত আলী, শুকচাঁন, জসীমউদ্দিন, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, সাকের আলী মেম্বর, ডুবপাড়া-বুজতলা ও লটাদিঘা ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতা আলতাফ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।