বোরহান মেহেদীঃ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে বেপরোয়া ট্রাক কেড়ে নিল শিশু শ্রমিকের প্রাণ। নিহত শিশু শ্রমিক উপজেলার দুলালপুর গ্রামের মৃত হবি মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৩)।
শুক্রবার ১৬ এপ্রিল বিকেলে শিবপুর-দুলালপুর সড়কের ধানুয়া তিতাস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন পিতার মৃত্যুর পর অভাবের তাড়নায় গাড়িতে হেলপারের কাজ করত। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
জানা যায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে বালুবাহী একটি ট্রাক দুলালপুর থেকে শিবপুরে যাচ্ছিল। ঘটনা স্থলে একটি ট্রাক দাড়ানো ছিল। এসময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক আসছিল। বেপরোয়া বালুবাহী ট্রাক বিপরীত দিক আসা ট্রাক কে সাইট দিতে গিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে বালুবাহী ট্রাক । এতে ট্রাকের ভিতরে থাকা শিশু শ্রমিক সাজ্জাদ গুরুতর আহত হয়। পরে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশকে অবগত না করে সুচতুর চালক গাড়িটি অন্য গাড়ির সাহায্যে রাস্তায় তুলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, শিবপুর টু দুলালপুর সংযোগ সড়কে বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটানা ঘটে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।