হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের সংসদীয় উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি শনিবার সকালে বলেছেন “ শিশুরা হাসি মুখে ঈদ উদযাপন করবে এরজন্য আমি এ উদ্যোগ নিয়েছি” এতে ৪ লাখ ৫০ হাজার নগদ টাকা ও কাপড় বিতরণ করেন তিনি ইউনিয়নের ছাত্র ছাত্রীদের মাঝে ।
চন্দ্রকোনা রাজ লক্ষী উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের মাঝে নগদ টাকা ও গরিব দু:খী মানুষের মাঝে পোশাক বিতরণ করেন উপনেতা । বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন । তিনি আরও বলেন বড় গাছের নিচে শিয়াল থাকে ডালে থাকে কুকিল ও অন্যান্য পাখিরাও থাকে ।
আমি সবই জানি এই চন্দ্রকোনায় বিস্ফোরক রাখা হয়েছিলো ১৭ ডাম , গোয়েন্দারা তা উদ্ধার করেছে । আপনারা যদি কোনরুপ অন্যায় করেন আমি কিন্তু উঠিয়ে নিয়ে যাবো। দলীয় নেতাকর্মীদের হুশিয়ার করে এ কথা বলেন তিনি ।
এসময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান , মিজানুর রহমান মিন্টু ,সাজু সাঈদ সিদ্দিকী সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।