হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বর্গাচাষী আলী হোসেন (৫০) হত্যার ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারে ওই মানববন্ধন করেন তারা।
উল্লেখ্য, উপজেলার চরবশন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পার্শ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

বিরোধপূর্ণ এ জমি চাষ করেছিলেন বর্গাচাষী আলী হোসেন। শুক্রবার (৫ মে) সকাল অনুমান ৬টার দিকে বর্গাচাষী আলী হোসেন ওই জমিতে ধান কাটতে যান। এসময় তার ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী, শওকত হোসেন ও তাদের লোকজন। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ১৯জনসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামীকরে ওই দিনই নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত মামলার আসামী চরঅস্টধর ইউনিয়নের মৃত. কফিল উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৫৫) ও তার স্ত্রী হুনুফা বেগম এবং সন্ধিগ্ধ রেহাইঅস্টধর এলাকার ওমেদ আলীর পুত্র সুলতান মিয়া (৫০) গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *