মোঃ মাহিদুল হাসান মাহি নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রাদুর্ভাব কমাতে ও কঠোর লকডাউন (বিধিনিষেধ) কার্যকরী করতে বগুড়ার শেরপুরে বিভিন্ন এলাকা উপজেলা প্রশাসন অভিযান ও বাজার মনিটরিং করেছে। আজ (১৫ এপ্রিল) বৃহস্পতিবার ধুনট মোড়, বারোদুয়ারী হাট, হাসপাতাল রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন ও বাজারদর মনিটরিং করা হয়।
এ সময় মোবাইল কোর্টে ২ টি মামলায় ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। শেরপুর থানা এবং শেরপুর উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা সারমিন বলেন, কঠোর লকডাউন কার্যকর করতে জনসাধাণকে সতর্ক করা হচ্ছে। এবং সরকারি বিধি নিষেধ না মানায় জরিমানও করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনও মাঈনুল ইসলাম বলেন, কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলা প্রসাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *