মোঃ আল-আমীন ইলাম ৭১ বাংলাদেশ
৭ ই মে রোজ শুক্রবার রাত ১০ টার সমায় মৃত্যু বরন করেন ইনাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
মায়া ভরা মুখ আর মুক্ত ঝড়া হাসির মাঝে কথা বলতেন মানুষের সাথে, বড়দের সন্মান, ছোটদের মায়া করে ভালবাসার জালে জড়িয়ে নিতেন বুকে, এমন একটি নাম মঞ্জুর আহম্মেদ অনিক। পেশায় ছিলেন সাংবাদিক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে গেছেন সকলের সঙ্গে। তাই তার মৃত্যুতে কেঁদেছে দেখতে আশা সাংবাদিক মহল। সাংবাদিক অনিকের মৃত্যুতে ৭১ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ ও নারায়ণগঞ্জ সাংবাদিক মহল সহ শোক প্রকাশ জানিয়েছেন বিভিন্ন জন প্রতিনিধি ও এলাকাবাসী।
অনিকের মৃত্যু হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্য। মৃত কালে অনিকের বয়স (৩৮) ছিল, এছাড়া অনিক রেখে গেছেন স্ত্রী ও ছোট দুটি সন্তান।
