আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা, নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশ্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় রাণীশংকৈল প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংবাদকর্মী ছাড়াও লেখক, ক্রীড়াবিদ, রাজনৈতিক, রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের সেচ্ছাসেবী সহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সম্পাদক খুরশিদ শাওন, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান বাকি, নুরুল হক, আশরাফুল আলম, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি তাহের হোসেন, উদিচি শিল্পী গোষ্ঠির সভাপতি রেজাউল ইসলাম বাবু, লেখক ও কবি মনিরুল ইসলাম রয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য তারেক হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক বকুল মজুমদার, ওয়ার্কাস পার্টির নেতা আলমগীর হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে, অবিলম্বে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি করেন। সাংবাদিক রোজিনার মুক্তি না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুশিয়ারি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *