মোহাম্মদ এরশাদুল হক সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় অবহেলা করে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণন করার অপরাধে পৌর সদরের কানুপুকুর পাড়ের ‘নজির বেকারি’ ও ‘নিউ নজির বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী এ জরিমানা করেন।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহন চালনার অপরাধে সড়ক পরিবহন আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে সাতকানিয়া পৌর সদরের দুটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।