সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের আব্দুস ছমদের বাড়ির মোহাম্মদ আইয়ুব আলির সাথে দীর্ঘদিন ধরে জায়গার বিরোধ চলে আসছে।এই বিরোধকে কেন্দ্র করে ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দস্তিদারহাট এর দক্ষিণ পশ্চিম পাশে আহত আইয়ুব আলীর নিজস্ব বাড়ি নির্মাণ কাজ চলাকালীন সময়ে হঠাৎ ৫০ জনের অধিক লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামীর উপর প্রতিপক্ষের হত্যার উদ্দেশ্যে হামলা করে।এসময় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আইয়ুব আলী সহ পাচ শ্রমিক।
এই বিষয়ে আহত আইয়ুবের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি এজহার দায়ের করেন এই এজহারে যাদেরকে বিবাদী করা হয়েছে ১নং লেয়াকত আলি (৩২) পিতা মৃত আশরাফ মিয়া ২ নং আব্দুল মন্নান (৪৫)পিতা ছিদ্দিক আহমদ ৩নং আলমগির (৪৬) পিতা অজ্ঞাত ৪নং জসিম উদ্দিন (৪০) পিতা মৃত আলি মুন্সি ৫ নং শরিফ (২০) পিতা মৃত আবুল কাসেম।
সবাই সাতকানিয়া উপজেলার কেওচিয়া ৩নং ওয়ার্ডের বাসিন্দ এবং বাদী উক্ত পতিবেদককে আরো বলেন মারদরের এক পর্যায়ে তাহার স্বামীর পকেটে থাকা ২০,৫৩০ টাকা ছিনিয়ে নেয়। বিল্ডিং পানি নিষ্কাশনের পাইভ ভাংচুর করেন যার ক্ষয়ক্ষতির পরিমান এজেহারে উল্লেখ মোতাবেক ২০,০০০ টাকা হবে।বর্তমানে ঐ বিল্ডিং এর কর্মরত আহত ৫ শ্রমিক চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাদীন রইয়েছে।এই বিষয়ে কোথাও কোন অভিযোগ দায়ের করলে বা কাওকে জানালে চলমান বিল্ডিং এর কাজ বন্ধ করে দেওয়া হবে। আমাদেরকে হত্যা করার হুমকি প্রধান করেন।
ভিকটিমের অভিযোগ মোতাবেক বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায়নি।