মোহাম্মদ এরশাদুল হক সাতকানিয়া প্রতিনিধি:

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. এ. মোতালেব

অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, মেডিকেল অফিসার ডক্টর রায়হান ছিদ্দিকী, এস,এম, হুমায়ুন কার্ণায়েন, সিনিয়র স্টেশন অফিসার, সাতকানিয়া ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাতকানিয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী কাঞ্চন আচার্য্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
সাতকানিয়া উপজেলায় এবার ১৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৭৪ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে জানা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *