আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৬ মার্চ রোববার অনুষ্ঠিত হবে। এদিকে তৃণমুলের পচ্ছন্দের শীর্ষে রয়েছে পরীক্ষিত ও আদর্শিক নেতৃত্ব এ্যাডঃ আব্দুস সালাম এবং অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
তবে এবার সময় স্বল্পতা ও করোনা দুর্যোগের কারণে তৃণমুলের মতামতের ভিত্তিতেই ওয়ার্ড- এবং ইউনিয়ন কমিটি না করেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হচ্ছে। সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম ও সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ একাধিকবার ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়েও সময় স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে ব্যর্থ হয়েছে।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারী তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকদের চাপে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে ৬ মার্চ রোববার উপজেলা আওয়ামী লীগে সম্মেলন ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের তৃণমুলে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়।
চাওয়া পাওয়া-না পাওয়াসহ নানা কারণে যারা মান-অভিমানে দীর্ঘদিন দলীয় কর্মকান্ডে নিস্ক্রীয় ছিল তারাও ফের নবউদ্দোমে সক্রীয় হয়ে উঠেছে, নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
তৃণমুলের ভাষ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের (সাবেক) বিবদগামী এবং এমপিবিরোধী হিসেবে পরিচিত কতিপয় নেতার ইন্ধনে তার অনুগত বির্তকিত ও জনবিচ্ছিন্ন কিছু চেনামুখ সম্মেলন বাঁনচালের উদ্দেশ্যে প্রপাগান্ডা ও অপতৎপরতা শুরু করেছে। তৃণমুল বলছে, গত ২২ ফেব্রুয়ারী এই বিপদগামী চক্রটি সম্মেলন বাধাগ্রস্ত করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে রাজশাহী জেলা আওয়ামী লীগের কাছে নালিশ করেছে।
এবং গত ২৮ ফেব্রুয়ারী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ওবায়দুল কাদের বরাবর আরেকটি লিখিত অভিযোগ করেছে। কিন্ত্ত আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কাছে বিপদগামীদের সকল ষড়যন্ত্র কুটকৌশল ব্যর্থ হয়েছে। তৃলমুল বলছে, কালো টাকার মালিক, মুলস্রোত-আদর্শ বা এমপিবিরোধী বলয়ের কোনো নেতৃত্ব তারা চাই না।
তারা আদর্শিকএমন নেতৃত্ব চাই যারা কখানো এমপি বা নৌকাবিরোধী অবস্থান নেননি। এসব বিবেচনায় সভাপতি-সম্পাদক পদে এবারো এগিয়ে রয়েছেন এ্যাডঃ আব্দুস সালাম ও অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। এদিকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠায় এমপি বা নৌকাবিরোধীচক্র সম্মেলন বাঁনচালের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রপাগান্ডা শুরু করেছে।