আরিফ মিয়া রিপোর্টার :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইনাদি হাজিনগর এলাকায় ব্যটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদি হাজিনগর সিআই খোলা এলাকায় রুবেলের গ্রেজে এই ঘটনা ঘটে।
সোহাগ কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাররা গ্রামের মৃত্যু আব্দুল মালেক মিয়ার ছেলে। সোহাগ বসবাস করতেন মিজমিজি তেরা মাকেট জুয়েল রোডের শফিক সাহেবের বাড়িতে।
পাইনাদি হাজিনগর সিআই খোলা এলাকার বাসিন্দা মোশারফ হোসেন জানান,সোহাগ খুব ভালো ছেলে তিনি দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটো চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন অটোরিক্সার ব্যাটারি বৈদ্যুতিক চার্জ দিতেন। তার ধারাবাহিকতায় রবিবার রাতে রুবেলের গ্রেজে অটোরিক্সা ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ-স্পর্শে ঘটনাস্থলের মো: সোহাগ মারা গেছে।
স্থানীয় বাসিন্দা সবুজ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় তার পরিবারে শোক নেমে আসে।