নারায়ণগঞ্জ সংবাদ দাতা
বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলছে দেশব্যাপী। এই কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছে দলটির নেতাকর্মীরা।
আটককৃতরা হলো ১/এ কে এমন নুরুল্লাহ (৬৮) পিতা মৃত মাওলানা আঃ মান্নান, ২/ মোঃ মাইনুদ্দিন (২৩)পিতা হুমায়ুন কবির, ৩/মোঃ আব্দুস সাত্তার (৬৩)পিতা মৃত আঃ জব্বার, ৪/মোঃ শামীম আহমেদ (৩৮) পিতা মৃত হানিফ মিয়া , ৫/মোহাম্মদ আফাজ উদ্দিন(৪১) পিতা মৃত আইয়ুব আলী ভূঁইয়া, ৬/মোহাম্মদ মমিন (৩৭)পিতা আবুল হাসেম,৭/মোঃ আনোয়ার হোসেন(৪২) পিতা আব্দুর রহিম,৮/মোঃ বেলায়েত (৩৭) পিতা আঃ বারেক, ৯/মোহাম্মদ আঃ কাশেম(৩৪) পিতা মৃত হানিফ, ১০/মোঃ জামান (৩৮) পিতা মৃত সাহেব আলী, ১১/মোঃ হাসান (৩৪) পিতা মৃত হানিফ,১২/মোঃ হাবিবুর রহমান (৫০) পিতা মৃত হানিফ,১৩/মোঃ সোহেল রানা (৩১) পিতা মৃত রশিদ আহম্মেদ,১৪/মোঃ মোতাসিম মামুন (৪৩) পিতা মৃত এনতাজ আলী, ১৫/মোঃ মামুন (৩২) পিতা মোরশেদ আলম সাং কাইয়ুম পুর থানা ফতুল্লা, ১৬/মোঃ রুবেল রানা (২৭) পিতা মৃত আঃ সোবাহান এঁদের মধ্যে ১৫ জন সিদ্ধিরগঞ্জ থানা ও একজন ফতুল্লা থানার সকালেই জেলা নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার সকালে অবরোধ সমর্থনে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। নব নির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামিলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়।
এসময় জামাতের নেতাকর্মীরা দৌড়ে পালানোর সময় ১২ জনকে আটক করা হয়। অপর দিকে পুলিশ আরো ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে। এ বিষয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানায়, আমরা ছাত্রলীগ, আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি।
মিছিল নিয়ে আমরা নাগিনা জুহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামাত নেতাকর্মীরা সড়কের টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে আটক করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরো ৪জনকে আটক করে। পরে এই ১৬ জনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় মেট ১৬ জন জামাতের নেতাকর্মীদের আটক করা হয়।