মোঃ শাহারিয়ার কবির রিপনঃ-
লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি)রেজা মাসুম প্রধানের নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়।
এ বিষয়ে রেজা মাসুম প্রধান জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান নেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার।কোন কারণ ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন।প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।
তিনি আরও জানান, শাস্তিস্বরূপ গাড়িগুলোকে ৩ ঘন্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোন জরিমানা করা হয়নি।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *