নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা শিক্ষা সামগ্রী ও গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বাদ আছর তাঁতখানা জিকেএসপি প্রতিষ্ঠা সভাপতি গাজী সেলিমের বাড়ি সংলগ্ন একটি নির্মানাধিন নতুন ভবনে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাখেন সাধারণ সম্পাদক সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটি ওমর ফারুক উজ্জ্বল, প্রধান আলোচক সাধারণ সম্পাদক সৈয়দপাড়া কবরস্থান কমিটি এস,এইচ, এম মাহাবুব আলম, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, উদ্বোধক ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড সংলগ্ন আজিজ সুপার মার্কেটের পরিচালক নবী হোসেন স্বপন, অনুষ্ঠান সভাপতিত্ব করেন জিকেএসপির ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা সভাপতি মোহাম্মদ গাজী সেলিম।
উপস্থিত সকলকে ক্রেস দিয়ে সংবর্ধন করা হয়।