নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের শুরুতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যারেজে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ রবিবার ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে পাম্পের সামনে এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদেরকে এই কর্মকর্তা বলেন, ‘আজ ভোর ৪টার দিকে সানাড়পাড়ের একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে অবরোধের সমর্থনে শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর ও ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।