ডেক্স রিপোর্ট :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে মো. ফয়সাল নামে জ¦ালানী তেল চোরাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় ৬টি ড্রাম ভর্তি ১,২৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১১’র সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোরাই চক্রের সদস্য মো: ফয়সাল সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
একই দিন বিকালে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে উপ-পরিচালক (মিডিয়া অফিসার) লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *