নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ইয়াসিন নামে এক আসামির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হক এ রায় ঘোষণা করেন। ইয়াসিন কক্সবাজারের উখিয়ার ডালিয়াপাড়ার চিরাপাড়ার পূর্ব পাইনাসিয়া এলাকার মৃত নুরুল হকের ছেলে।

২০২১ সালের ২১ আগস্ট তাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ইয়াসিন নামে এক আসামির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *