নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে ভুমিদস্যুখ্যাত শাহাবুদ্দিন হাওলাদারের দায়ের করা মামলাটিকে সাজানো ও মিথ্যা দাবি করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবি, দিন মুজুর ও বিভিন্ন পেশার নারী পুরষসহ ওই ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান ভূইয়া জুলহাসের সভাপতিত্বে শুক্রবার বাদ আসর বৌ বাজার ক্যানেল পাড় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সৈয়দপাড়া, তাঁতখানা, মধুগড়, ধনকুন্ডা, বৌ বাজার, শান্তিনগর, আইলপাড়া, ভুইয়াপাড়া এলাকার শত শত নারী পুরুষ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ গ্রহন করে। এ সময় এলাকাবাসী ঝাড়ু নিয়ে মিছিল করে ভুমিদস্যুখ্যাত শাহাবুদ্দিনের বিচার দাবি করেন।
এছাড়াও মানবন্ধন শেষে উত্তেজিত এলাকাবাসী শাহাবুদ্দিন হাওলাদালের কুশপুত্তলিকা দাহ করেছে। এদিকে বাদ জুম্মা এলাকার ৩২ টি মসজিদে ভুমিদস্যু, সন্ত্রাসী, মাদক ও অপরাধ কর্মকান্ডকারীদের প্রতিহত ও এদের বিরুদ্ধে সচেতন থাকতে লিফলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার মো. আব্দুল মতিন, সহকারী কমান্ডার নারায়ণগঞ্জ সদর উপজেলা এহসান কবির রমজান, কমান্ডার নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুজিবুর রহমান সাউদ, আবুল হাশেম ভান্ডারি, মোহাম্মদ আলী, তাজুল ইসলাম কাতা, ইউসুফ মোল্লা, শরীফ উল্লাহ সাউদ, আমিন ভুইয়া, ইসমাইল মাতবর, এইচ এম শাহজাহান, মুসা মিয়া, মাহতাব, সেকান্দও প্রধান, ইয়াছিন মিয়া, কালাম, পেশকার সেলিম, তসলিম মুন্সিসহ প্রমুখ। এ সময় খবর পেয়ে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা মানববন্ধনে উপস্থিত হন।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান ভূইয়া জুলহাস বলেন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লার হস্তক্ষেপ করাতে ভুমিদস্যুখ্যাত শাহাবুদ্দিন হাওলাদার গং মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করতে পারে নাই। আর এতেই ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যো ও সাজানো নাটক দিয়ে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এই এলাকার সন্তান আমরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা হবে, জমি দখল করবে, মিথ্যে মামলা দিয়ে এলাকাকে অশান্ত করে তুলবে এটা কোনভাবেই পশ্রয় দেয়া যাবেনা। প্রয়োজনে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নিরপেক্ষভাবে তদন্ত করে আপনারা সঠিক বিচার করুন।
অন্যায়ভাবে মামলা হামলা হবে এটা আমরা মেনে নিতে পারি না। একটি নীরহ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করবেন এটা হতে দেয়া যাবেনা।

কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আমার ৮ নং ওয়ার্ডে কোনো সন্ত্রাসী কর্মকান্ড, ভুমি দস্যুতা, চাঁদাবাজি চলবেনা। এসব বাধা দেয়ায় শাহাবুদ্দিন আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানী করছে। আমরা মানহানী করার চেষ্টা চালাচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ মামলার সুষ্ঠু তদন্ত চাই। দেশে আইন আছে আদালত আছে একজন জনপ্রতিনিধি হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যে অন্যায়কারী তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। সে যেই হউক না কেনো। কোন অন্যায়কারীকে পশ্রয় দিবেন না। আমি রব সাহেবকে বলতে চাই আপনি একজন ক্ষমতাসীন ব্যক্তি আপনার ক্ষমতা ভালো কাজে লাগান, ক্ষমতার অপব্যবহার করবেন না। আর যদি অন্যায়ভাবে বাড়াবাড়ি করেন এ এলাকার জনগণ এর প্রতিত্তর দিবেন। কেউ কিন্তু তখন রেহাই পাবেন না।

শাহাবুদ্দিনকে বলতে চাই মামলা করার পরও কোলাকোলি করেছি আপনার সাথে। শুধুমাত্র এলাকার শান্তি শৃংখলা ঠিক রাখার জন্য। আপনি বুজলেন উল্টোটা। এটা আমার দুর্বলতা নয়। মনে রাখবেন এই ওয়ার্ডবাসীকে নিয়ে এসব অন্যায় প্রতিহত করবই।
জানা যায়, দীর্ঘদিন ধরে শাহাবুদ্দিন হাওলাদার চৌধুরীবাড়ি বৌ-বাজার এলাকায় মুক্তিযোদ্ধা পরিবার মুজিবর গং এর একটি জমি নানাভাবে দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ জমি দখলকে কেন্দ্র করে বসবাসকারীদের ঘরবাড়ি ভাঙচুর, মারধরসহ হুমকি-ধমকি দিয়ে নানাভাবে একাধিকবার পেশীশক্তি খাটিয়ে উচ্ছেদ চেষ্টা চালায় শাহাবুদ্দিন বাহিনী।

এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার এবং বসবাসীকারীরা স্থানীয় জনপ্রতিনিধি নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে জানালে কাউন্সিলর তাদের পাশে দাড়ায়। এরপর থেকেই নানাভাবে কাউন্সিলরকে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা চালায় শাহাবুদ্দিন।
জমি দখলে নিতে শাহাবুদ্দিন রুহুল আমিন মোল্লাকে ঘুষ দেওয়ারও চেষ্টা করেন। এতেও ব্যর্থ হয়ে একপর্যায়ে শাহাবুদ্দিন তার বাহিনী দ্বারা ওই জমিতে বসবাসকারী একটি নিরীহ পরিবারের বসতঘর ভাঙচুর করে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা চালায়।

একাধিকবার চেষ্টা করেও দখলে নিতে না পেরে শাহাবুদ্দিন গত ২০ সেপ্টেম্বর মো. রুহুল আমিন মোল্লাকে প্রধান করে শাহাবুদ্দিন হাওলাদার বাদি হয়ে একটি পি (নং ৩০৫/২২) দায়ের করেন। মামলায় উল্লেখিত অন্য অভিযুক্তরা হলেন- মো. স্বপন (৪৫), কাজী অহিদ আলম (৪০), মাহাবুব (৪৮), রিপন (৪০), বাবু (৩০), মো. মনির (৩৫), মো. মজিবর (৪৫), মো. মনির হোসেন (৩৫), মিজানুর রহমান রিপন (৩২), রুবেল (২৬), সজিব (৩০) সহ অজ্ঞাত ৫/৬ জন।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ১৬ জুন আসামীরা তার মালিকানাধীন বিসমিল্লাহ টুস্টিং মিলে গিয়ে বাড়ি নির্মাণ কাজে বাধা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এর প্রেক্ষিতেই তিনি মামলাটি দায়ের করেন। এর আগেও আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস গং,বোউ বাজার থেকে আক্তার হোসেন, আয়নাল,পুষন,জাকির,দক্ষিণ এনায়েতনগর সমাজ কল্যাণের সভাপতি মোঃ শাহজাহান মাদবর, নতুন আইল পাড়া সমাজ কল্যাণের সদস্য গন,

পুরাতন আইলপাড় মোঃ শাহাদুল ইসলাম নেতৃত্বে একটি মিছিলে আরও ছিলেন মোঃ মোকলেস,মোঃ আমির হোসেন, হেলাল সহ আইলপাড়া এলাকাবাসী,এনায়েতনগর থেকে নূর হোসেন পাঠানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে , মোঃ ফারুক, মোঃ সাইফুল ইসলাম বিপলু,মোঃ মামুন, মোঃ রাহাত হোসেন নিলয় সহ এনায়েতনগর এলাকাবাসী ,

চৌধুরী বাড়ি আদর্শ বাজার থেকে দিল মোহাম্মদ দিলুর নেতৃত্বে একটি মিছিল সহ আরামবাগ এলাকাবাসী।
এছাড়া ধনকুন্ডা,শান্তি নগর,মধুগড় থেকেও অত্র এলাকার নারী পুরুষ সহ ঝাড়ু মিছিল করে ভূমিদস্যুদের বিরুদ্ধে মিছিল করে তির্ব প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন
এসময় অত্র নাসিক ৮নং ওয়ার্ডে সাধারণ মানুষ ও নাসিক ৮নং ওয়ার্ডে আওয়ামিলীগ নেতৃবৃন্দ সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *