সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কেন্দ্র ঘোষিত আগামী ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ।
আজ সোমবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাসভবনের নিচ তলায় এ আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ও প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন।
উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মানিক মাষ্টার, সেচ্ছাসেবক লীগ নেতা আজিজ আহম্মেদ, যুবলীগ নেতা মো: ফারুক, ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী আরাফাত রহমান বাবু, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ ও মুন্না প্রমূখ।