নিজস্ব প্রতিবেদক
শনিবার ১১ নবেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড পশ্চিম এনায়েতনগরে মোঃ মোবারক হোসেন সভাপতি ও কাজী আলমাস কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পঞ্চায়েত কমিটির উদ্ভোদন করা হয়।
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা কে প্রধান অতিথি করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদ হোসেন প্রধান।
উক্ত অনুষ্ঠানে সামাজিক সার্বদিক বিবেচনায় ও যুবক যুবতীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় পশ্চিম এনায়েতনগরে পঞ্চায়েত কমিটির উদ্ভোদন করা হয়েছে ।
কমিটির উপদেষ্টা মন্ডলি সদস্য ৩১ জন ও মুল কমিটির ৩৫ জন মোট ৬৬ জনের কমিটি গঠন করে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লাকে প্রধান অতিথি করে আনুষ্ঠানিক ভাবে পশ্চিম এনায়েতনগর পঞ্চায়েত কমিটি ঘোষণা করা হয়।
পশ্চিম এনায়েতনগর অত্র এলাকাবাসী ও প্রধান অতিথি কাউন্সিলর রুহুল আমীন মোল্লার বক্তব্যে নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেব লীগের সহ-সভাপতি কাজী অহিদ আলম ও যুবলীগ নেতা মুমিনুল আলম পোষণের প্রশংসনীয় আলোচনা করে পশ্চিম এনায়েতনগর পঞ্চায়েত কমিটির ভবিষ্যৎ শাফল্য কামনা করেন কাউন্সিলর রুহুল আমীন মোল্লা।
কাজী অহিদ আলম এর উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এবং পরিচালনা করেন যুবলীগ নেতা মুমিনুল আলম পোষণ।
সঞ্চালনায় ছিলেন মোঃ আরিফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ: কাজী আজিজুল্লাহ মেম্বার, সেকান্দর আলী প্রধান, আব্দুল ওয়াহেদ তালুকদার, মাহবুবুর রহমান মোল্লা, হামিদুল ইসলাম, আরিফ মাহমুদ, এফ এইচ খোকন, কাজী রাজিব,শরিফ প্রধান প্রমুখ ।