গত ইং ১৮/০১/২০২৩ বুধবার জালকুরি পশ্চিম পাড়া এলাকায় স্বামী মোঃ মানিক পাটোয়ারী কর্তৃক স্ত্রী আনোয়ারা বেগমকে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনা ঘটে। বুধবার বিকেলে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে মানিক পাটোয়ারী পালিয়ে যায়।

আহত অবস্থায় ওই গৃহবধূকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে মোসাম্মৎ স্বর্ণালী বাদী হয়ে তার বাবাকে অভিযুক্ত করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নাম্বার ২৯, তারিখঃ ১৮/০১/২০২৩। ঘটনার ০৩ দিন পর সিদ্ধিরগঞ্জ থানার এস.আই/ মোঃ ইয়াউর রহমান সংীয় ফোর্স সহ ঘাতক স্বামীকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুরি বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

আদালতে ঘাতক স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *