মোঃ এন.এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সারাদেশে ঘটে যাওয়া সাংবাদিক ও সচিবালয়ে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকেরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্তরের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন দলীয় নেতা কর্মী ও সচেতন নাগরিক সমাজের লোকজনেরা অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম, কমেনিষ্ঠ পার্টীর সভাপতি আমিনুল ইসলাম সাজু, এ মান্নান আকন্দ দৈনিক সমকাল ও দৈনিক মাধুকর, শাহজাহান মিঞা দৈনিক করতোয়া, রেদাওয়ানুর রহমান দৈনিক আমাদের সময়, রেজাউল ইসলাম দৈনিক নয়া দিগন্ত, ইমদাদুল হক অনলাইন পত্রিকা,
এ মান্নান আকন্দ বলেন, হেনস্তকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নিতে হবে।
এই দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোলজার হোসেন দৈনিক মুক্ত বার্তা ও দৈনিক আজকের জনগণ, শফিকুল ইসলাম অবুঝ জয়যাত্র টিভি/দৈনিক পরিবেশ, কারী আবু জায়েদ খান দৈনিক চাদঁনী বাজার ও দৈনিক জনসংকেত, আলা উদ্দিন মজুমদার শাহীন দৈনিক প্রথম খবর, নুর আলম ডাকুয়া দৈনিক উত্তরে জনপদ, মোঃ নাজিব হোসেন শান্ত দৈনিক প্রতিদিনের বার্তা ও দৈনিক জনসংকেত প্রমূখ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকারকে জানাতে চাই- সাংবাদিকরা যদি জাতির বিবেক হয়ে থাকে,সাংবাদিকরা যদি করোনার সময় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারে, তাহলে রোজিনা আপাও সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকা- হচ্ছে, তা সরকার প্রধানকে জানাতে রোজিনা আপা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি বক্তারা জোর দাবি করে বলেন, তিনি যেন রোজিনা আপাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেন৷