হারুন অর রশিদ রাজু প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১২ নারীসহ ২৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দহবন্দ ইউনিয়রের পশ্চিম ঝিনিয়া গ্রাম ও বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রাম থেকে আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন পশ্চিম ঝিনিয়া গ্রামের আফছার আলীর মেয়ে নুরজাহান বেগম, মৃত দশরত উল্লাহর ছেলে দছিজল হক, আইয়ুব আলী ও আজম মিয়া। মৃত বদর শেখের ছেলে আশরাফ আলী, আফছার আলী, আশেক আলী ও মেয়ে ফুলমতি। ছালেহা বেগমের মেয়ে আনজুয়ারা, রেজাউলের স্ত্রী সুমি বেগম, মৃত বাচ্চা মিয়ার ছেলে শহিদুল ইসলাম, মেয়ে জাহানারা ও রেজিয়া।

মৃত দছরত আলীর ছেলে মোনাই মিয়া, গনি মিয়ার স্ত্রী নুর নাহার, মৃত জয়নাল মিয়ার ছেলে আফজাল হোসেন, আইয়ুব আলীর স্ত্রী মুক্তা বেগম, মৃত নাজু মিয়ার ছেলে মাইদুল ইসলাম, তাজেল মিয়ার স্ত্রী আফলা বেগম, আফজাল হোসেনের স্ত্রী ছালেহা বেগম, আশরাফ আলীর স্ত্রী গোলেনুর বেগম, দছিজল হকের ছেলে গনি, আশেক আলীর স্ত্রী ফজিলা বেগম, মৃত নাজ মিয়ার ছেলে তাজেল মিয়া এবং নারী নির্যাতন মামলার অসামি সাতগিরি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আইনুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২৫ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *